ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং মা ও শিশুর পুষ্টির জন্য সরকারের সহায়তা অব্যাহত থাকবে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক উপজেলার গরীব দুঃস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তিদের এককালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শামসুর রহমান শরীফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মায়েদের জন্য ছয়মাসে এককালীন দুই হাজার একশত টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও অনাগত শিশুর সুস্থতা নিশ্চিতসহ প্রতিটি শিশুকে ডিজিটাল বাংলাদেশের গর্বিত নাগরিক হওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। অথচ এর আগে কোন সরকার মায়েদের নিয়ে ভাবেননি।মন্ত্রী বলেন, পেশাজীবীদের মাতৃত্বকালীন ছুটিকে ছয় মাস বাড়িয়ে মায়েদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা ও মমতার বহিঃপ্রকাশ দেখিয়েছেন।ভূমি মন্ত্রী বলেন, সরকার নারীদের তথ্য প্রযুক্তি শিক্ষা প্রদানের মাধ্যমে কৃষি, শিল্প ও সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে।মন্ত্রী আটঘরিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ১১০ জন দরিদ্র মা’র জন্য ২ লাখ ৩১ হাজার টাকা এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২৯ জন গরীব ও দুঃস্থ ব্যক্তির মাঝে নগদ ৭৮ হাজার টাকা এবং ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত দুস্থ, অসহায় ও দরিদ্রসীমার নীচে বসবাসকারী ৬ জন ব্যক্তিকে ৩০ হাজার টাকা বিতরণ করেন।এর আগে মন্ত্রী জেলার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৫৪ জন মায়ের মধ্যে ৩ লাখ ২৩ হাজার ৪শ’ টাকা মাতৃত্বকালিন ভাতা প্রদান করেন।
নং | নাম | স্বামীর /পিতার নাম | গ্রাম | ওয়ার্ড | ইউনিয়ন | কার্ড নং |
০১ | মোমেনা খাতুন | পিং শহিদুল ইসলাম | হাড়দ্দহা | ০১ | ভোমরা | |
০২ | আরিফা খাতুন | পিং আজিজুল ইসলাম | ঐ | ০১ | ভোমরা | |
০৩ | সখিনা খাতুন | পিং আঃ সাত্তার | ঐ | ০১ | ভোমরা | |
০৪ | মনিরা খাতুন | পিং অজেদ আলী | ঐ | ০২ | ভোমরা | |
০৫ | জোসনা খাতুন | পিং আজগার আলী | ঐ | ০২ | ভোমরা | |
০৬ | ফাইমা খাতুন | পিং জিন্নাত আলী | ঐ | ০২ | ভোমরা | |
০৭ | ফাতেমা খাতুন | পিং ইসরাইল | পদ্মশাখরা | ০৩ | ভোমরা | |
০৮ | রোজিনা | পিং রজব আলী | ঐ | ০৩ | ভোমরা | |
০৯ | সেলিনা খাতুন | পিং মৃত শহিদ সরদার | ঐ | ০৩ | ভোমরা | |
১০ | মোছাঃ রেখা খাতুন | পিং মজিবর সরদার | ভোমরা | ০৪ | ভোমরা | |
১১ | মোছাঃ সাথী পারভীন | পিং রফিকুল ইসলাম | ভোমরা | ০৪ | ভোমরা | |
১২ | মোছাঃ শাহিদা পারভীন | পিং আকবার মোল্লা | ভোমরা | ০৪ | ভোমরা | |
১৩ | মোছাঃ তাছলিমা খাতুন | পিং ফজর আলী | নবাতকাটি | ০৫ | ভোমরা | |
১৪ | সুমনা সরকার | পিং গোপাল সরকার | ঐ | ০৫ | ভোমরা | |
১৫ | আরিফা খাতুন | পিং সাইফুল ইসলাম | ভোমরা | ০৫ | ভোমরা | |
১৬ | শাহানারা খাতুন | পিং কুরবান আলী | লক্ষীদাড়ী | ০৬ | ভোমরা | |
১৭ | শিরিনা খাতুন | পিং কামাল হোসেন | ঐ | ০৬ | ভোমরা | |
১৮ | হালিমা খাতুন | পিং মহিদুর জামান | ঐ | ০৬ | ভোমরা | |
১৯ | সাবিকুন নাহার | পিং রুহুল আজিজ | শ্রীরামপুর | ০৭ | ভোমরা | |
২০ | মোছাঃ লতিফুন | পিং রাশিদুল | ঐ | ০৭ | ভোমরা | |
২১ | মোছাঃ তাছলিমা খাতুন | পিং সাইফুল ইসলাম | ঐ | ০৭ | ভোমরা | |
২২ | রোকসানা খাতুন | পিং সাইদুর রহমান | চৌবাড়ীয়া | ০৮ | ভোমরা | |
২৩ | মনজুয়ারা | পিং জাহাঙ্গীর রহমান | ঐ | ০৮ | ভোমরা | |
২৪ | মোছাঃ রমিছা খাতুন | পিং রবিউল ইসলাম | ঐ | ০৮ | ভোমরা | |
২৫ | সাবিকুন নাহার | পিং আঃ আজিজ | ঐ | ০৯ | ভোমরা | |
২৬ | সাবিনা খাতুন | পিং নাসিরউদ্দীন | ০৯ | ভোমরা | ||
২৭ | জোসনা খাতুন | পিং হোসেন আলী গাজী | ঐ | ০৯ | ভোমরা | |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS