Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

 

                                                         ২০১৪ সালের জুলাই থেকে  ২০১৫ইং সালের জুন পর্যন্ত

  1. ইটের রাস্তা: 
  2. # হাড়দ্গুদহা চ্ছগ্রাম হতে বাদল গাজীর বাড়ী পর্যন্ত।
  3. # ভোমরা জামে মসজিদ হতে মোকছেদ আলীর বাড়ী পর্যন্ত।
  4. # তেঘরী গফ্ফার গাজীর বাড়ী হইতে মাদার সরদার এর বাড়ী পর্যন্ত।
  5. # শ্রীরামপুর রহিমের বাড়ীর সামনে হইতে ইদ গাহ পর্যন্ত।

 

কার্লভার্ট:

# হাড়দ্দহা -২ লতিফের বাড়ীর পাশে কার্ভার্ট নির্মান।

# সন্তোষ চৌকিদারের সামনে।

# ক্যাম্পের সামনে।

# চৌবাড়ীয়া নুর মন্ডলের বাড়ীর সামনে।

 

অন্যান্য সংস্কার:

# পদ্মশাখরা দক্ষিন পাড়া জামে মসজিদ সংস্কার।

# পদ্মশাখরা ডাক্তার বাড়ী ঈদ গাহ।

# নবাত কাটি বলফিল্ড ।

শ্রীরামপুর ব্রীজ।। 

 

নলকুপ:

# পদ্মশাখরা দক্ষিন পাড়া জামে মসজিদ এর পাশে।

# ভোমরা োয়াজেদ গাজীর বাড়ীর সামনে।

# লক্ষীদাড়ী বাদল গাজীর বাড়ীর পাশে।

# বৈচনা রিশি পাড়ায় কালী মন্দির এর পাশে।

 

পাইলিং:

# মশিয়ার মাষ্টার এর বাড়ীর পুকুরে।

# পদ্মশাখরা রহিম সরদার এর পুকুর।

# ভোমরা দেবাশিষ মাষ্টার এর পুকুর ।

# বৈচনা আহম্মদ এর  পুকুর।

 

খাল খনন:

# লক্ষীদাড়ী অজেদের বাড়ী হইতে বিডিয়ার ক্যাম্প হয়ে রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত।

 

কারিগরী প্রশিক্ষন ও ঋন কর্মসূচী:

দুস্থ ও গরীব নারী পুরুষদের কারিগরী প্রশিক্ষন, সহজ শর্তে ঋন কর্মসূচী, সরাসরি বিক্রয় করার পরিবেশ সৃষ্টি, বাজারজত করন প্রশিক্ষন, কৃষি, মৎস্য, ও পশু বিসয়ে প্রশিক্ষন ইত্যাদি।