ভোমরা ইউনিয়নের ইতিহাস
বাংলাদেশের দক্ষিন বঙ্গের সাদা সোনার জেলা সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তমজনপদ হলো ৬নং ভোমরা ইউনিয়ন। এর উত্তরে আলিপুর ইউনিয়ন, পূর্বে ও দক্ষিনে কুলিয়ায়া ইউনিয়ন, পশ্চিমে ভারত অবস্থিত। কালের পরিক্রমায় আজও অত্ রইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।
ক) নাম– ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদ ।
খ) আয়তন– ৩৯(বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা– ২৯,৪০০ জন (প্রায়) (২০১৪ সালের জম্মনিবন্ধন অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা– ১০টি।
ঙ) মৌজার সংখ্যা– ।
চ) হাট/বাজার সংখ্যা- ৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা/অটোরিক্সা/মোটর সাইকেল/ভ্যান।
জ) শিক্ষারহার–
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৮টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
উচ্চমাধ্যমিক বিদ্যালয়ঃ ০৩টি,
মাদ্রাসা- ০২টি,
কলেজ-০১টি,
প্রি-ক্যাডেট স্কুল-০১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান- জনাব মো: আসাদুর রহমান
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩টি।
ট) ইউপি কমপ্লেক্স ভবন স্থাপনকাল– ২৫/০৯/২০০৭ইং।
ঠ) নব গঠিত পরিষদের বিবরণ–
১) শপথগ্রহণেরতারিখ–
২) প্রথমসভারতারিখ–
৩) মেয়াদউর্ত্তীনেরতারিথ–
ড) গ্রামসমূহেরনাম–
(১) শ্রীরামপুর, (২) গয়েশপুর, (৩) চৌবাড়ীয়া, (৪) বৈচনা, (৫) পদ্মশাখরা, (৬) হাড়দ্দহা-১, (৭) হাড়দ্দহা-২, (৮) ভোমরা, (৯) লক্ষীদাড়ী, (১০) নবাতকাটি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস